ধর্ষণ মামলা
বরখাস্ত এএসপি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
-samakal-64c0924696193.jpg)
সোহেল উদ্দিন প্রিন্স। ছবি: সংগৃহীত
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৮:০০
ধর্ষণ মামলায় এএসপি সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। আগের স্ত্রীর করা যৌতুক মামলায় সোহেল সাময়িক বরখাস্ত রয়েছেন।
গত বছরের ২৩ নভেম্বর সোহেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলাটি হয়েছিল। বিচারক মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, বাদীর সঙ্গে সোহেলের বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ওই নারীকে রমনা পুলিশ অফিসার্স মেসে আসতে বলেন সোহেল। সেখানে আত্মীয়স্বজনের উপস্থিতিতে কাজির মাধ্যমে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই দিন সন্ধ্যায় বাদী পুলিশ অফিসার্স মেসে কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করলে সোহেল জানান, কিছুক্ষণের মধ্যে সবাই এসে যাবে। এক পর্যায়ে হত্যার ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সঙ্গে সোহেল আরও কয়েকবার শারীরিক সম্পর্ক করেন। পরে অন্তরঙ্গ ছবি ও ভিডিও জনসম্মুখে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।
এর আগে সোহেলের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিফাত জাহান ঢাকা মহানগর হাকিম আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেছিলেন। ওই মামলায় ২০২২ সালের ২ অক্টোবর আত্মসমর্পণ করে জামিন নেন এ পুলিশ কর্মকর্তা। পরে ১০ নভেম্বর আদালত সোহেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ১৬ মে কুড়িগ্রামের রৌমারী সার্কেলের এএসপি সোহেলকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
- বিষয় :
- এএসপি
- সোহেল উদ্দিন প্রিন্স
- ধর্ষণ মামলা