তারেক-জোবাইদার কারাদণ্ড, বিএনপিপন্থী আইনজীবীদের জুতা মিছিল

আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের জুতা মিছিল। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১১:০২ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১১:০৫
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় পলাতক তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জুতা মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণার পর তারা জুতা মিছিল করেন।
এ সময় আইনজীবীরা বলেন, ‘আমরা এ রায়ের প্রতি ধিক্কার জানান। এ রায় আবারও প্রমাণ করেছে, দেশে আইনের শাসন বলতে কিছু নেই।’
বিএনপিপন্থী আইনজীবীরা এ রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে বলেন, আগামী নির্বাচনে যাতে তারেক রহমান ও ড. জোবাইদা অংশ নিতে না পারেন, সেজন্য তাড়াহুড়ো করে এ রায় দেওয়া হয়েছে।