ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে, কমবে দক্ষিণে

উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে, কমবে দক্ষিণে

রাজধানীতে বৃষ্টি (ফাইল ফটো)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ০৫:২৪ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ০৮:৩২

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়বে। অন্যদিকে দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে।  

এছাড়া দেশের আট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বুধবার। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। 

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে, বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।    

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুর নেওয়াজ কবির সমকালকে বলেন, দেশের দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টির যে প্রবণতা তা তুলনামূলক কিছুটা কমবে। অন্যদিকে দেশের উত্তরের দিকে বৃষ্টি তুলনামূলক কিছুটা বাড়বে। 

তিনি জানান, ১২ আগস্টের পর বৃষ্টি আবার বাড়তে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।  

তাপমাত্রা

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

 আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

আরও পড়ুন

×