দুর্নীতিবাজদের নির্মূলে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: ভিডিও থেকে নেওয়া
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৫:২৬ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৫:২৬
বাংলাদেশে দুর্নীতিবাজদের নির্মূলে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর ঢাকা সফর এবং আগামীতে দুর্নীতিবাজদের নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়ে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ঘোষণার আগে নিষেধাজ্ঞা নিয়ে পদক্ষেপগুলো জানায় না। সাধারণভাবে বলতে গেলে নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে একটি হাতিয়ার হতে পারে। এ ছাড়া আমাদের অন্যান্য ব্যবস্থাও রয়েছে। যেমন– দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করা এবং অংশীদার দেশগুলোকে তাদের তথ্য দেওয়া, যাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা পরিচালন করতে পারে। নিজ সীমানার মধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে বাংলাদেশে দুর্নীতিবাজদের নির্মূলে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র দপ্তরের সামনে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বিক্ষোভ নিয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান অনেকবার পরিষ্কার করেছি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি– নির্বাচন ইস্যুতে আমাদের এ নীতিই থাকবে।
- বিষয় :
- দুর্নীতিবাজ
- যুক্তরাষ্ট্র
- ম্যাথিউ মিলার