ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:৫২

রাজধানীর কারওয়ান বাজারে ‘ভিশন-২০৪১ স্মার্ট টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক’- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে শূন্য দশমিক ৪৭ একর জায়গায় এই টেকনোলজি পার্ক নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ১৬০ কোটি টাকা।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইটি সেক্টরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার টেকনোলজি পার্কে স্পেসের ব্যাপক চাহিদা পূরণ এবং ব্র্যান্ডিংয়ের উপযুক্ত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কাওরান বাজারে আরও একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ আজ শুরু হলো। প্রায় ১ লাখ ৭০ হাজার বর্গফুট স্পেস বিশিষ্ট ৪টি বেজমেন্টসহ ৯তলা এই গ্রিন বিল্ডিং তৈরি হবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন বলেন, এই স্মার্ট টাওয়ারে যেসব কার্যক্রম চলবে তা বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি প্রসারে সহায়ক পরিবেশ তৈরি এবং দেশীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের প্রসার ঘটাতে ব্যাপক ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ। এ সময় ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, উপপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুল ইসলামসহ বিশ্বব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×