রাজউক চেয়ারম্যান বললেন
ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আপত্তি থাকলে পরীক্ষা করে প্রমাণ দিন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৫:১৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১৫:১৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান বলেছেন, দুর্যোগে ঝুঁকি কমাতে কাজ করে যাচ্ছে সরকার। এরই মধ্যে কিছু ভবন পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব ভবন নিয়ে কারও আপত্তি থাকলে তারা নিজ উদ্যোগে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আমাদের কাছে প্রতিবেদন জমা দেবেন। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবেদনই সঠিক।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘নগর উন্নয়নের ঝুঁকি হ্রাসে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান বলেন, আমরা শুধু ভবনের নাম লিখেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করি না। এখানে পরীক্ষা-নিরীক্ষার বিস্তারিত প্রতিবেদন রয়েছে। কেউ চাইলে তা যাচাই-বাছাই করুক। কিন্তু নিরাপদ নগরী গড়তে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের কোনো বিকল্প নেই।
সেমিনারে সাবেক সচিব সত্যব্রত সাহা বলেন, ঢাকায় যে ভবনগুলো নির্মাণ হচ্ছে তা সঠিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কিনা তা বোঝার উপায় নেই। কত রিখটার স্কেলে ভূমিকম্প হলে তা সইতে পারবে, তা নির্ধারণ করা উচিত। শুধু কর্তৃপক্ষকে দোষ দিয়ে লাভ নেই, নগরবাসীরও দায় আছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। সেমিনারে বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরাও তাদের বক্তব্য তুলে ধরেন।
- বিষয় :
- রাজউক
- ঝুঁকিপূর্ণ ভবন