ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সমাজকল্যাণ মন্ত্রণালয়

প্রকল্পের কাজ নিয়ে সংসদীয় কমিটির উষ্মা

প্রকল্পের কাজ নিয়ে সংসদীয় কমিটির উষ্মা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৫:৩৫ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১৫:৩৫

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছে ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সেই সঙ্গে কমিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার তাগিদও দিয়েছে। 

বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি অটিজম ও এনডিডি কেন্দ্রবিষয়ক প্রকল্পের সব ক্রয় প্রক্রিয়া যথাযথ পদ্ধতি অনুসরণ করে সম্পন্নের মাধ্যমে অতি দ্রুত প্রকল্পটি চালুর সুপারিশ করেছে। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, শিবলী সাদিক, নাসরিন জাহান রত্না, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ কা ম সরওয়ার জাহান এবং শবনম জাহান বৈঠকে অংশ নেন।

বৈঠকে কমিটির এক সদস্য বলেছেন, সমাজকল্যাণ অধিদপ্তরের প্রকল্পগুলোর মূল্যায়ন প্রয়োজন। এগুলো সমাজে আসলে কতটুকু প্রভাব রাখতে পারছে, তা দেখা দরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাইলটিং করে প্রকল্পগুলো নেওয়া হয়। তাছাড়া পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ মূল্যায়ন করে থাকে। সূত্র জানায়, বৈঠকে কয়েকটি কাজের অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় ‘দ্রুত’ শেষ হবে। এতে কমিটির সদস্যদের কেউ কেউ উষ্মা প্রকাশ করেন। তারা বলেন, কবে শেষ হবে, তা সুনির্দিষ্ট করে বলতে হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ অনুযায়ী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতাভুক্ত স্কুলগুলোর কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও পরীক্ষার জন্য ‘মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল ফর স্পেশাল স্কুল’ (এমইসিএসএস) গঠনের অগ্রগতি, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যক্রম এবং সরকারি আশ্রয়কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

কাজ বন্ধ রাখা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

মাঝপথে কাজ বন্ধ রাখা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় সংসদীয় কমিটি। এসব ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কাজের পুনঃদরপত্র দিতে বলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনের সভায় এ সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মসিউর রহমান রাঙ্গা, শাহে আলম এবং ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×