হাইকোর্টের রুল
বিএলডিপিকে কেন নিবন্ধন নয়

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ১২:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ১২:৫৯
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (বিএলডিপি) রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।
প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে দলের নিবন্ধন চেয়ে বিএলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ হাইকোর্টে রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম।
১১ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন নিবন্ধন চাওয়া ১২টি দল টিকে যায়। এর মধ্যে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) নামও রয়েছে।