মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

সুরত আলী গাজী ও আব্দুল আজিজ
সমকাল প্রতিবেদক ও শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১৫:৩৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ১৫:৩৮
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
সোমবার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানার তারানিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু'জন হলেন– আব্দুল আজিজ ও সুরত আলী গাজী। তারা যথাক্রমে শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রামের মৃত শের আলী গাজী ও মৃত পুটে গাজীর ছেলে।
এটিইউ’র পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার ও সুরত আলী গাজী। তারা ১৯৭১ সালের ২৭ অক্টোবর ভেটখালি-জয়াখালি খেয়াঘাটে ১০ জনের বেশি শরণার্থীকে হত্যা করে। তাদের নেতৃত্বে কালিনগর গ্রামের বামাচরণ মণ্ডলের ছেলে সুরেন্দ্রনাথ মণ্ডলসহ হিন্দু ধর্মালম্বী কয়েকজনকে ধুমঘাট এলাকায় নিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে টুকু রানী মণ্ডল বাদী হয়ে ১৯৯৬ সালে সাতক্ষীরা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তারা দীর্ঘদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পান।
এটিইউ’র এই কর্মকর্তা জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এ হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়। পরে ট্রাইবুন্যাল-১ আসামিদের অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা ২০১৭ সাল থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের ৪/২২ নম্বর মামলার পলাতক আসামি হিসেবে আব্দুল আজিজ ও সুরত আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।