জঙ্গিবাদ, সাইবার হুমকি মোকাবিলায় সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পিটার হাস

সিটিটিসি প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৭:৪১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১৭:৪১
বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাইবার হুমকি মোকাবিলায় সিটিটিসি ইউনিটের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ আগ্রহের কথা জানান। এই প্রথম তিনি ডিএমপির সিটিটিসি ইউনিট ঘুরে দেখেন।
বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের আগে ডিবি কম্পাউন্ডে এর বিভিন্ন টিমের কার্যক্রম পরিদর্শন করেন পিটার হাস। এ সময় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (আইসিআইটিএপি) আয়োজিত সিটিটিসি ও এপিবিএন সদস্যদের নিয়ে ‘ক্যানাইন নারকোটিকস ডিটেকশন ট্রেনিং’-এর একটি প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে সিটিটিসির কার্যালয়ে যান পিটার হাস। তাঁকে স্বাগত জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এ সময় সিটিটিসি ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সিটিটিসি
- যুক্তরাষ্ট্র
- জঙ্গিবাদ
- সাইবার হুমকি
- ডিএমপি