এবার সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ভারতের

ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৮:০০
অভ্যন্তরীণ মজুত ধরে রাখা ও দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পাশাপাশি এ শুল্ক আগামী ১৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়। খবর রয়টার্সের
চাল রপ্তানিতে শীর্ষে থাকা ভারত এমন সময় শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল, যখন বিশ্বে চালের দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলে বিশ্ববাজারে চালের দাম আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশও ভারত থেকে অবাসমতী সেদ্ধ চাল আমদানি করে। এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশের চালের বাজারেও প্রভাব পড়তে পারে।
সর্বশেষ এ সিদ্ধান্তের মাধ্যমে সব ধরনের অবাসমতী চাল রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করল ভারত। এর আগে গত ২১ জুলাই আতপ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। বাসমতী ছাড়া অন্যান্য আতপ চাল রপ্তানিতে এই নিষেধাজ্ঞা দেওয়ার আগে গত বছর ভাঙা চাল রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। ওই নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল অভ্যন্তরীণ সরবরাহ বাড়ানো ও আসন্ন উৎসব মৌসুমের সময় চালের খুচরা দাম নিয়ন্ত্রণে রাখা।
মুম্বাইভিত্তিক এক চাল রপ্তানিকারক জানান, এই দুই নিষেধাজ্ঞার ফলে সেদ্ধ চালের ওপর চাপ বাড়ছিল। এক পর্যায়ে এর দাম রেকর্ড পরিমাণে বেড়ে যায়। এবার সেদ্ধ চালের ওপর ভারতের শুল্ক আরোপের ফলে এর দাম পাকিস্তান ও থাইল্যান্ডের চালের সমান হয়ে যাবে। এতে ক্রেতাদের কম দামে চাল পাওয়ার আর কোনো সুযোগ থাকল না।
এদিকে রপ্তানির উদ্দেশ্যে যেসব সেদ্ধ চাল এরই মধ্যে শুল্কায়নের জন্য কোনো ভারতীয় বন্দরে রয়েছে এবং রপ্তানির জন্য ২৫ আগস্টের আগে বৈধ ঋণপত্র খোলা হয়েছে, সেসব চাল নতুন আরোপিত শুল্কের আওতার বাইরে থাকবে।
গত মাসে ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ববাজারে চালের দাম ২৫ শতাংশ বেড়ে যায়। গত কয়েক দিন ধরে এই দাম কমতে শুরু করেছিল। এবার সেদ্ধ চালে শুল্ক আরোপ করায় দাম আবারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
২০২২-২৩ অর্থবছরে দেশটি ৪৫ লাখ ৬০ হাজার টন বাসমতী চাল রপ্তানি করে। একই সময়ে দেশটি থেকে ১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টন অবাসমতী চাল রপ্তানি করা হয়। গত এক বছরে ভারতীয় চালের আন্তর্জাতিক বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ১৫ লাখ ৫৪ হাজার টন অবাসমতী সাদা চাল রপ্তানি করে ভারত।
রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে খাদ্যপণ্যের দামও বেড়েছে। গত জুলাই মাসে ভারতে খুচরা মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। এটি গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। ভারতের খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে দেশটিতে চালের দাম ১১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এসব কারণে বাজার নিয়ন্ত্রণে অবাসমতী সাদা চাল রপ্তানি বন্ধ করে দেয় ভারত।
বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। এই দেশটি থেকে চাল রপ্তানি কমে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে খাদ্যপণ্যটির দাম বেড়ে যাওয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই খাদ্যপণ্যের চড়া মূল্যের মধ্যে এটি বাড়তি চাপ তৈরি করবে।
সম্প্রতি দেশটি আরও কিছু পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এক সপ্তাহ আগেই ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে।
- বিষয় :
- চাল রপ্তানি