ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাসিনা বেগমকে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার নির্দেশ

হাসিনা বেগমকে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ০৬:৩৩

বিধি মোতাবেক জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক হাসিনা বেগমকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

পরিপত্র দুটি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করে আদালতকে অবহিত করার নির্দেশনাও দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

আরও পড়ুন

×