অ্যাটর্নি জেনারেল বললেন
সই করতে বলিনি, কাউকে খুশি করতে এমন বক্তব্য দিয়েছেন এমরান

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২২ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২২
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া যে কথা বলেছেন, ‘তা কোনো উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, কাউকে খুশি করার জন্য বলেছেন’। এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে বিশ্বের নানা শ্রেণি-পেশার ১৬০ জন ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি (বিবৃতি) পাঠিয়েছেন। এ নিয়ে সোমবার হাইকোর্টে সাংবাদিকদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান বলেছেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’ এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ‘অধ্যাপক ড. ইউনূসের পক্ষে নোবেল বিজয়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ১৬০ জনের বেশি সম্মানীয় ব্যক্তি বিবৃতি দিয়েছেন যে, ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি পাল্টা বিবৃতি দেওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে স্বাক্ষর করব না।’
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘উনাকে (এমরান) সই করতে আমি কখনও বলিনি। আমি কোনোদিন কোনো আইন কর্মকর্তা বা কাউকে সই করতে বলি না। আমাদের অফিস থেকে আমার জানামতে, নিশ্চিতভাবে বলতে পারি, কোনো বিবৃতি তৈরি করা হয়নি।’
তিনি আরও বলেন, সোমবার এমরানের ছুটি ছিল। তিনি কার্যালয়ে আসেননি। যেখানে নিয়মিত ব্রিফিং করা হয় তিনি সেখানে গিয়ে কতগুলো কথা বললেন।
‘এমরান বলেছেন, বিবৃতিতে সই করার ব্যাপারে হোয়াটসঅ্যাপে নির্দেশনা এসেছে’ সাংবাদিকের এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, উনি কি আমার সঙ্গে কথা বলবেন না? আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? আমি নিজে করি কোনো হোয়াটসঅ্যাপ? কে কী বলল, উনি এটি বলে দিলেন। আমি নিশ্চিত উনি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটি করেছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, উনি সত্যতা যাচাই না করেই প্রেসের কাছে এসে প্রেস কনফারেন্স করে বলে দিলেন। নিশ্চিতভাবে এখানে কোনো অন্য উদ্দেশ্যে উনি এটি করেছেন।