লিবিয়ার বন্যায় ছয় বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৪২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৪২
লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় দানিয়েলের প্রভাবে আকস্মিক বন্যায় ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়। হতাহত ও নিখোঁজের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে বলা হয়, সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, দেরনায় বসবাসরত ছয় বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্য চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– রাজবাড়ী জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। বাকি দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দেরনায় আরও অনেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
ঘূর্ণিঝড় দানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীর তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রাসেল মিয়ার সঙ্গে মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৮৯৮-এ যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দূতাবাস জানায়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেরনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা জানার জন্য দূতাবাসের পক্ষথেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বন্যাদুর্গতদের জন্য ওষুধ, শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের সি-১৩০ উড়োজাহাজ শিগগির ঢাকা থেকে লিবিয়ার তাবরুক বিমানবন্দরে যাবে। ত্রাণসামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকবে।
প্রধানমন্ত্রীর শোক
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবার কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব লিবিয়ায় ঝড়ে বিপুল সংখ্যক প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় বাংলাদেশের জনগণ, সরকার এবং তাঁর নিজের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। বাসস জানায়, লিবিয়ার জনগণকে সহায়তার সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রী। শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও।