ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হেমায়েতপুরে মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন পিছিয়েছে

হেমায়েতপুরে মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন পিছিয়েছে

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৯ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩১

মেট্রোরেলের (এমআরটি-৫ নর্দান) ভিত্তিপ্রস্তর স্থাপন পিছিয়ে গেছে। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর গাবতলী হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেলপথের নির্মাণকাজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিল। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সমকালকে জানান, সরকারপ্রধান রোববার বিদেশ যাচ্ছেন। তাই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হচ্ছে না। প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে, তা পরে হবে।

আগামী নির্বাচনের তপশিলের আগে বড় প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন।

অক্টোবরে নাকি এর আগে নির্মাণকাজের উদ্বোধন হবে– প্রশ্নে এমআরটি-৫ নর্দান প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান সমকালকে বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী যখন সময় দেবেন, তখনই তা হবে। 

রাজধানীর যানজট নিরসনে ছয়টি মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঋণে ৪১ হাজার ২৩৮ কোটি টাকা ব্যয় ধরে এমআরটি-৫ নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। ২০ কিলোমিটার রেলপথের সাড়ে ১৩ কিলোমিটার থাকবে মাটির নিচে। ১৪টি স্টেশনের ৯টি নির্মিত হবে মাটির নিচে। 

মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের তথ্যানুযায়ী, এমআরটি-৫ নর্দান প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং হেমায়েতপুরে ডিপোর জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত বিস্তারিত নকশা প্রণয়নের কাজ প্রায় ৯৫ শতাংশ এগিয়েছে।

১০টি প্যাকেজে এমআরটি-৫ নর্দানের নির্মাণকাজ সম্পন্ন করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন করা হবে। এ জন্য গত মে মাসে ঠিকাদারের সঙ্গে চুক্তি সই হয়। সড়ক পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, এ প্যাকেজের কাজের অগ্রগতি হয়েছে তিন শতাংশ। শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। 

আরও পড়ুন

×