ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এনটিআরসিএ

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ২৭০৭৪ প্রার্থীকে নিয়োগের সুপারিশ

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ২৭০৭৪ প্রার্থীকে নিয়োগের সুপারিশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২০:১৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২০:১৬

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় ২৭ হাজার ৭৪ প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২, নারী ৮ হাজার ৮৮২ ও নারী কোটায় আছেন ৬ হাজার ১৭৬ জন।

বুধবার এ ফল প্রকাশ করা হয়। এতে কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫, মাদ্রাসায় ১১ হাজার ২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩ ও সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গত ১২ মার্চ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। এতে ৩২ হাজার ৪৮০ জনকে নির্বাচন করা হয়। তবে তাদের মধ্য থেকে চূড়ান্ত সুপারিশে ৩ হাজার ৬০৭ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় এবং বাকি ১ হাজার ৭৯৯ জনকে জাল সনদ, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা, বয়স ৩৫ বছর অতিক্রম, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও আবেদন করা, মামলার স্থগিতাদেশসহ বিভিন্ন কারণে সুপারিশ করা হয়নি।

আরও পড়ুন

×