ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গুগলকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপনের আহ্বান মন্ত্রীর

গুগলকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপনের আহ্বান মন্ত্রীর

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৩

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। গুগল এশিয়া প্যাসিফিকের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি ম্যানেজার ক্যালি গার্ডনার বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রী গুগলের প্রতি এ আহ্বান জানান।

সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষত গুগলের নিরাপদ ব্যবহার, ডিজিটাল প্রশিক্ষণ, বাংলা ডিজিটাল কনটেন্ট উন্নয়নসহ গুগলকে আরও জনবান্ধব করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাগাযোগ মন্ত্রী বলেন, ‘মানুষ গুগলকে নানা তথ্য উপাত্তের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। বাংলাদেশসহ বিশ্বে ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য গুগলকে বাংলা ভাষায় অধিকতর তথ্য উপাত্ত, স্পিস-টু-টেক্সট, টেক্সট-টু-স্পিস সেবা, মেইলিং সেবা, বাংলায় প্রচলিত অনুবাদসহ বাংলা ভাষার শুদ্ধতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার গুরুত্বারোপ করেন মন্ত্রী। শিক্ষার ডিজিটাল রূপান্তরে পাঠ্যবইয়ের ডিজিটাল কনটেন্ট তৈরিতে প্রশিক্ষণে গুগলের সহযোগিতা কামনা করেন মোস্তাফা জব্বার। মন্ত্রী অপপ্রচারসহ বির্তকিত কনটেন্ট অপসারণে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ ব্যাপারে সহযোগিতা প্রত্যাশা করেন।

ক্যালি গার্ডনার সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন

×