পদোন্নতির দাবিতে আইজিপির শরণাপন্ন পুলিশের ৩৫-৩৬তম ব্যাচ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:১০
৩৫ ও ৩৬তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পদোন্নতি না পেয়ে যারপরনাই ‘হতাশ’। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতির দাবিতে তারা মঙ্গলবার আইজিপির চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি জট নিরসনের দাবি জানান। পুলিশপ্রধান শতাধিক পুলিশ সদস্যের কথা শোনেন।
৩৫তম বিসিএস পুলিশ ক্যাডার সার্ভিসের সাধারণ সম্পাদক ও গুলশান জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ৩৫তম ব্যাচের প্রশাসন-আনসারসহ অন্যান্য ক্যাডার সদস্যরা অনেক আগেই ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছে। আমরা এখনও ৯ম গ্রেডেই রয়ে গেছি।
একই অবস্থা ৩৬তম পুলিশ ক্যাডারেরও। একই ব্যাচের অন্য ক্যাডার সদস্যরা দেড় মাস আগে পদোন্নতি পেয়েছে। পদোন্নাতি না পাওয়ায় আমরা হতাশ। আমাদের পদোন্নতির দাবি ও হতাশার কথা পুলিশ মহাপরিদর্শক অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আইজিপির নির্দেশনা অনুযায়ী দুই ব্যাচের কর্মকর্তারা এডিশনাল ডিআইজির (ওএন্ডএম) সঙ্গেও আলোচনা করেন। এ সময় পুলিশপ্রধানের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির ব্যাপারে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস দেওয়া হয়।
৩৫তম ব্যাচের পুলিশ ক্যাডারের সদস্য সংখ্যা ১১৫ জন। ২০১৭ সালের ২ মে তারা চাকরিতে যোগ দেন। আর ৩৬তম ব্যাচে সদস্য রয়েছেন ১১৬ জন। তারা ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চাকরিতে নিয়োগ পান।