বিশ্ব হার্ট দিবসে নারায়ণা হাসপাতালের পক্ষ থেকে ঢাকায় বর্ণাঢ্য র্যালি

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪০
বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষে ভারতের নারায়ণা হাসপাতালের পক্ষ থেকে ঢাকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ‘আমি আমার হৃদয়ের কথা শুনি’ এ স্লোগানে হার্ট বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির হাসপাতাল ওই সচেতনতামূলক র্যালির আয়োজন করে।
শুক্রবার র্যালিটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টিএসসিতে মিলিত হয়ে এক সচেতনতামূলক আলোচনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের হেড অব অপারেশন্স ডা. নাজমূল ইসলাম (নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেড) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু হার্ট বিশেষজ্ঞ প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা ও শাহবাগ থানার ওসি নূর এ মোহাম্মদ। র্যালিতে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন হাসপাতালের শিক্ষক-চিকিৎসকসহ বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক সংগঠনের সদস্য এবং নগরের স্বনামধন্য ব্যক্তিরা।
কার্ডিওভাস্কুলার রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে সচেতনতা বাড়ানো ছিল এই র্যালির মূল উদ্দেশ্য। সমাজের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে র্যালিটি পূর্ণতা পায়।
'আই লিসেন টু মাই হার্ট' স্লোগানটি আমাদের হৃদয়ের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার এবং এটি রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়ার একটি শক্তিশালী আনুস্মারক। কার্ডিওভাস্কুলার রোগ বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ, তবে সেগুলো মূলত প্রতিরোধযোগ্য। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা এবং ধূমপান এড়ানো এই রোগগুলো বিকাশের ঝুঁকি কমায়।
নারায়ণা হেলথ কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তা প্রতিরোধে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
- বিষয় :
- বিশ্ব হার্ট দিবস
- নারায়ণা হাসপাতাল
- র্যালি