ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চিকিৎসক মো. দেলোয়ার হোসেন আর নেই

চিকিৎসক মো. দেলোয়ার হোসেন আর নেই

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪০

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিনিয়র পেডিয়াট্রিক্স কনসালটেন্ট ও ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. দেলোয়ার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন)।

প্রফেসর ডা. মো. দেলোয়ার হোসেন শুক্রবার মৌলভীবাজার শহরে মৃত্যুবরণ করেন। জুমার নামাজের পর মৌলভীবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে ইকো ও ইসিজি করানোর পর সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দীর্ঘ সময় ধরে সিপিআরসহ হার্ট অ্যাটাকের অন্যান্য চিকিৎসা দেওয়া হয়। বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ইউনাইটেড পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

আরও পড়ুন

×