এ বছর চাল আমদানি করা লাগবে না: কৃষিমন্ত্রী

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৯:৩০ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৯:৩০
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে চাল উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে। ফলে এ বছর চাল আমাদানি করতে হবে না। সোমবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী বিএজেএফ জাতীয় কৃষি সম্মেলনের প্রথম দিনে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর: কাজী বদরুদ্দোজার অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)।
কৃষিমন্ত্রী বলেন, সামনে কার্তিক মাস। আগে এ সময় চালের দাম বেড়ে যেত। এবার চালের দাম কমের দিকে। এ বছর আমদানি করতে হবে না। উৎপাদনও এবার যথেষ্ট ভালো। মিলাররা সরকারকে চাল দিতে চাচ্ছে। বিজ্ঞানভিত্তিক আর যন্ত্রনির্ভর কৃষির জন্যই এত উন্নতি। তিনি জানান, বিএনপির আমলে মানুষ না খেয়ে মরত। ২০০৩-২০০৪ সালের দিকে দেশের বিভিন্ন এলাকায় না খেয়ে মানুষ মারা গেছে। তখন ভিক্ষাবৃত্তির মনোভাব নিয়ে দেশ চালাত বিএনপি। এখন আর সেই পরিস্থিতি নেই। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
বিএজেএফ সভাপতি গোলাম ইফতেখার মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক দেবাশীষ সরকার, এসিআই এগ্রিবিজিনেসের প্রেসিডেন্ট ফা হ আনসারী, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন প্রমুখ।
- বিষয় :
- কৃষিমন্ত্রী
- ড. আব্দুর রাজ্জাক