ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আসাদ চৌধুরীর লেখনী অমূল্য সম্পদ: রাষ্ট্রপতি

আসাদ চৌধুরীর লেখনী অমূল্য সম্পদ: রাষ্ট্রপতি

কবি আসাদ চৌধুরী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০৯:০৬ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৬:৫৭

বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘কবি আসাদ চৌধুরীর মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার লেখনী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।’

রাষ্ট্রপতি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আসাদ চৌধুরী কানাডার স্থানীয় সময় রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১টা) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অশোয়ার লেকরিজ হেলথ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। 

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত বছরের নভেম্বরে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বোনম্যারো থেকে অস্বাভাবিক কোষ তৈরি হচ্ছিল। বয়সের কারণে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হচ্ছিল না। এছাড়া তিনি কিডনি, হার্ট ও বয়সজনিত জটিলতায় ভুগছিলেন। 

কবি বেশ কয়েক বছর ধরে কানাডায় পরিবারের সঙ্গে বাস করছিলেন। সর্বশেষ ২০২২ সালে তিনি দেশে এসেছিলেন। নাদিম জানান, কবি বারবার দেশে আসার ইচ্ছা ব্যক্ত করতেন। তবে শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। 

কবির মরদেহ দেশে আনা হবে কি না, সে বিষয়ে পারিবারিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

আরও পড়ুন

×