ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর ১ সদস্য গ্রেপ্তার

নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর ১ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:৩৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:৩৯

নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ’র (আল–জিহাদী) সক্রিয় সদস্য বাঁধন হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার এটিইউ’র পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

ছানোয়ার হোসেন জানান, শুক্রবার গ্রেপ্তার বাঁধন তাওহীদুল উলূহিয়্যাহর সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি এ সংগঠনের বাকি সদস্যরা আনসার আল ইসলামের সদস্য। তারা একই মতাদর্শের হওয়ায় কয়েকজন সদস্যকে নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ’ গঠন করে। তারা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে।

জানা যায়, জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর প্রতিষ্ঠাতা জুয়েল মোল্লাকে গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। পরের দিন ওই সংগঠনের আরেক সক্রিয় সদস্য রাহুল এবং ১৬ সেপ্টেম্বর গাজিউল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার বাঁধন ওই মামলার এজহারনামীয় আসামি।

আরও পড়ুন

×