সিইসির স্ববিরোধী বক্তব্যে হতাশ টিআইবি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:২৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:২৯
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের স্ববিরোধী বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব দলের অংশগ্রহণ না থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে সিইসির মন্তব্য নিয়ে হতাশার কথা জানিয়েছে টিআইবি।
ওই বিবৃতিতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সিইসির ‘হাল ছেড়ে দেওয়া’ এবং প্রকারান্তরে পক্ষপাতিত্বমূলক মানসিকতার সমালোচনা করেছে সংস্থাটি।
এর আগে সিইসি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন অসম্পূর্ণ থেকে যেতে পারে।
সিইসির বারবার এ অবস্থান পাল্টানো সন্দেহজনক ও বিভ্রান্তিমূলক বলে মনে করছে টিআইবি। সাংবিধানিক সংস্থার প্রধানের এমন অবস্থান থাকলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা কতটা পূরণ হবে– তা নিয়ে আশঙ্কার যথেষ্ট কারণ আছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুধু আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করে নির্বাচন শেষ করলে তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না।