পদ্মা সেতু বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন: সালমান এফ রহমান

সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ০৮:৪৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৮:৫২
সাবেক যোগাযোগ মন্ত্রী, মাদারীপুরের ডাসার উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ১৭৪ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।
আজ বুধবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সালমান এফ রহমান এক শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের এক নিবেদিতপ্রাণ সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মাদারীপুর-৩ আসনের চারবারের সাবেক সফল সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন স্বপ্নের ‘পদ্মা সেতু’ বাস্তবায়নে তার সাহসী ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও দেশ ব্যাপী শিক্ষা বিস্তার ও মাদারীপুরের আপামর জনসাধারণের সার্বিক উন্নয়নে মরহুম সৈয়দ আবুল হোসেনের বিভিন্ন উদ্যোগ তাকে চিরস্মরণীয় করে রাখবে। তার মৃত্যু আওয়ামী লীগের জন্য এক অপরিসীম ক্ষতি।