ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ আকাশ মেঘলা থাকতে পারে মঙ্গলবার 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস 

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | ১৬:১৪

সারাদেশে জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে ঘনকুয়াশা। এর সঙ্গে আগামীকাল থেকে যুক্ত হবে গুড়িগুঁড়ি বৃষ্টি।  

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। 

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

এছাড়া আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে।

রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

×