ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৭৫ বছর পূর্তিতে ঢাবি অ্যালামনাইর বছরব্যাপী কর্মসূচি 

৭৫ বছর পূর্তিতে ঢাবি অ্যালামনাইর বছরব্যাপী কর্মসূচি 

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪ | ২২:১২

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এসব কর্মসূচি ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে রয়েছে– ৭৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা পরিচালনা ও প্রকাশনা কার্যক্রমসহ অ্যাসোসিয়েশনের ইতিহাস-ঐতিহ্যবিষয়ক গ্রন্থ প্রকাশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মিলনমেলা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কলাভবন, কার্জন হল, সায়েন্স এনেক্স, চারুকলা, লেদার টেকনোলজি, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ করা হবে। 
আগামীকাল শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অ্যালামনাই সংগঠনগুলোর কর্মকর্তাদের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে। এতে অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটি, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেবেন। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ. কে. আজাদ, অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নাসের শাহরিয়ার জাহেদী, আফজাল হোসেন ও মানবাধিকারকর্মী আরমা দত্তকে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া সম্মাননা দেওয়া হবে অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহীকে। 

কর্মসূচির অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যসেবার প্রচারণামূলক ‘মেন্টাল হেলথ ফেয়ার’ অনুষ্ঠিত হবে। এ বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাতটি বিষয়ভিত্তিক সেমিনার। এপ্রিল মাসে টিএসসিতে একটি ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হবে। 

১১ থেকে ১৭ মে পর্যন্ত টিএসসিতে অ্যালামনাই সপ্তাহ উদযাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করে দিনব্যাপী মিলনমেলা হবে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এ বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এটি আয়োজন করা হবে। 

অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়কে মানের দিক থেকে এগিয়ে নিতে চাই। বর্তমান প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই।’

আরও পড়ুন

×