নর্থ সাউথে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ১৭:০৬ | আপডেট: ০৭ মার্চ ২০২৪ | ১৯:১৮
প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী ৮ ও ৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ২৫তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান। ২৫ বছর পূর্তি উপলক্ষে এবার বিশেষ পরিকল্পনায় নতুন আঙ্গিকে এটি আয়োজন করা হচ্ছে। দিনটি উদযাপনে বেশ অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতিমূলক ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাকিম মোহাম্মদ নাবিল বলেন, প্রতিবারের মতো এবারও আমাদের সমৃদ্ধ সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়েই আমাদের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে যাচ্ছি। শিক্ষার্থীরা যেন আমাদের ঐতিহ্য, সংস্কৃতিতে আরও আকর্ষিত হয় সেটিই আমাদের মুখ্য উদ্দেশ্য।
এবার অনুষ্ঠানটির থিম নির্ধারণ করা হয়েছে ‘সীমানা’, যেখানে ফুটিয়ে তোলা হবে, কীভাবে আমরা জীবন চলার পথে বারবার বাঁধার শিকার হই এবং শেষ পর্যন্ত সব বাঁধার সীমানা পার করে ডানা মেলতে পারি কিনা অসীম দিগন্তে।
আয়োজনকে পূর্ণতা দিতে একদল শিক্ষার্থী কাঠ-পেরেক-হাতুড়ির নিয়ে গ্রিক মাইথোলজি থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছে বিশাল আকৃতির এক অবয়ব, যার নাম ‘ম্যান্টিকোর’। বাকিরা সবাই পোস্টার, ব্যানার, ফেস্টুনে গোটা ক্যাম্পাসকে সাজিয়ে তোলার কাজে ব্যস্ত। সঙ্গে তাল মিলিয়ে চলেছে অভিনয়, গান ও নাচের মহড়া। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে টিকিট বিতরণ করার জন্য বানানো হয়েছে দৃষ্টিনন্দন একটি টিকেট বুথ।
প্রতিবারের মতো এবারের আয়োজনেও আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকসহ বোর্ড অব ট্রাস্টির সব সদস্যদের। এছাড়া অনুষ্ঠানটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন ফ্যাকাল্টি অ্যাডভাইসার মুসাররত হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- বিশ্ববিদ্যালয়
- সাংস্কৃতিক সন্ধ্যা