ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৪ হাজার সৌর সেচ পাম্পে মিলছে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ

৪ হাজার সৌর সেচ পাম্পে মিলছে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ২২:২৪

কৃষিতে সেচের জন্য সারাদেশে প্রায় ৪ হাজার সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে প্রায় ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে গ্রিড বিদ্যুতের ওপর চাপ কমেছে। ডিজেলের ব্যবহার কমেছে। কার্বন দূষণ হ্রাস পেয়েছে। কমেছেকৃষির উৎপাদন খরচ।

সোমবার রাজধানীতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত আলোচনা সভায় এমন তথ্য উঠে এসেছে।

অনুষ্ঠানে জানানো হয়, সৌর চালিত পাম্প বাদে বর্তমানে ডিজেল চালিত পাম্প ১২ লাখ ৪৩ হাজার ৫০৭টি এবং বিদ্যুৎ চালিত পাম্পের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৮৪৭টি। প্রতিটি ডিজেল পাম্পে বছরে প্রায় ১০২৩ লিটার ডিজেল ব্যবহৃত হয়। ডিজেল চালিত পাম্পের কারণে প্রতি বছর প্রায় ৮ হাজার ৮৫২ কোটি টাকার তেল আমদানি করতে হয়। এতে কার্বন নিঃসরণ হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর। এই পাম্পগুলো সৌর বিদ্যুতের আওতায় আনা গেলে তুলনামূলক কম খরচে সেচ দিতে পারবেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, সৌর পাম্পের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঈদের পর একটি কমিটি গঠন করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ডিজেল পাম্পের ব্যবহার কমাতে পারলে কার্বন দূষণ, পাশাপাশি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম,  স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ প্রমুখ।

আরও পড়ুন

×