ফেব্রুয়ারিতে সড়কে ৫৪৪ মৃত্যু
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ০৬:৫৭
দেশে ফেব্রুয়ারি মাসে ৫৮৩ সড়ক দুর্ঘটনায় ৫৪৪ জন নিহত এবং ৮৬৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৯ জন নারী এবং ৮২ শিশু। ফেব্রুয়ারিতে ১৮৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৬ জন, যা মোট নিহতের ৩৭ দশমিক ৮৬ শতাংশ।
গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন। গত রোববার সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ জানিয়েছিল, ফেব্রুয়ারি মাসে ৫৬৯ দুর্ঘটনায় ৫২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭২২ জন। সরকারি ও বেসরকারি হিসাবে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কাছাকাছি হলেও আহতের সংখ্যায় ১৪৫ জনের পার্থক্য রয়েছে।
রোড সেফটির পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে ১০৯ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৪ জন। গত মাসে ৩৪ রেল দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। চার নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ছয়জনের। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
- বিষয় :
- রোড সেফটি ফাউন্ডেশন