ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে বিচারপতি নিয়োগের আহ্বান

রাষ্ট্রপতিকে নির্মূল কমিটির স্মারকপত্র প্রদান

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে বিচারপতি নিয়োগের আহ্বান

রাষ্ট্রপতির সঙ্গে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ। ছবি-বঙ্গভবন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ১৯:২০ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ১৯:৩৯

১৯৭১ সালে মুক্তিযুদ্ধর সময় সংগঠিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আপিল মামলার বিচার ত্বরান্বিত করতে উচ্চ আদালতে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে স্মারকপত্র দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ২০০৯ সালে ‘সাহাবুদ্দিন চুপ্‌পু কমিশন’–এর দেওয়া সুপারিশসহ ১৪০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়ারও আহবান জানানো হয়েছে। 

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকপত্র প্রদান করে সংগঠনটি। এ সময় নির্মূল কমিটির প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আগামী ৩ মে সংগঠনের ৮ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার আমন্ত্রণ জানালে তিনি তাতে সম্মতি দেন। 

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সংগঠনের উপদেষ্টা বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, সহসভাপতি শিক্ষাবিদ মমতাজ লতিফ, কেন্দ্রীয় নেতা আরমা দত্ত এমপি, ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মুকুল ও সদস্য সচিব শহীদসন্তান আসিফ মুনীর।

আরও পড়ুন

×