ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতীয় হৃদরোগ হাসপাতাল

৩ দিন পর সচল এসি, অস্ত্রোপচার শুরু

৩ দিন পর সচল এসি, অস্ত্রোপচার শুরু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৪ | ০০:৫২

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এসি ৩ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে। অক্সিজেন সরবরাহে সমস্যাও সমাধান হয়েছে। শুরু হয়েছে অস্ত্রোপচার।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন এ তথ্য জানান।

অধ্যাপক জামাল বলেন, ‘গতকাল (সোমবার) রাতেই সব সমস্যার সমাধান হয়ে গেছে। যার ফলে আমরা অপারেশনও শুরু করেছি। এখন সবকিছুই ঠিকঠাক আছে। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’

গত সোমবার হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসানসহ একটি প্রতিনিধি দল। তারা হাসপাতালের আইসিইউ ছাড়াও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) এসি নষ্ট দেখতে পান। তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে হাসপাতালে এসি স্থাপন ও মেরামতের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের কথা জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আইসিইউর জন্য মোট ১২টি এসি রয়েছে। দুটি সেন্ট্রাল প্লান্টের মাধ্যমে এগুলো চলে। একটি প্লান্ট নষ্ট হওয়ায় ছয়টি এসি বন্ধ হয়ে যায়।

এ ছাড়া সাতটি অপারেশন থিয়েটারের মধ্যে ১, ২ ও ৭ নম্বরের এসি নষ্ট। ৩, ৪, ৫ ও ৬ নম্বর অপারেশন থিয়েটারের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়। সিসিইউতে দুটি ইউনিটে ১০টি এসি আছে। তার মধ্যে তিনটি পুরোপুরি নষ্ট। সচলগুলোর মধ্যেও কয়েকটি পুরোপুরি কাজ করছে না।

আরও পড়ুন

×