ডিবিপ্রধান
সাংবাদিক-দুদক কর্মকর্তাদের ম্যানেজ করে শামসুজ্জামানের সনদ বাণিজ্য

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪ | ১৯:৫০
দুদক কর্মকর্তা ও সাংবাদিকদের ম্যানেজ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান বছরের পর বছর সনদ ও মার্কশিট বাণিজ্য করে এসেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার মিন্টোরোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, শামসুজ্জামানসহ বোর্ডের আরও একাধিক কর্মকর্তা সনদ ও মার্কশিট বিক্রি করেছেন। বিক্রিত সনদগুলো শনাক্তের উপায়ও শামসুজ্জামান জানিয়েছেন। এসব তথ্য বোর্ডের কাছে দেওয়া হবে। পরে তারা সেগুলো বাতিলের ব্যবস্থা নেবে।
হারুন অর রশীদ বলেন, শামসুজ্জামান ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তার জালিয়াতি চক্রের সঙ্গে জড়িতদের নাম উঠে এসেছে। বাণিজ্য টিকিয়ে রাখতে কিছু সাংবাদিক, দুদক কর্মকর্তা ও বোর্ডের চেয়ারম্যানের আশপাশে থাকা দালাল শ্রেণির লোকদের টাকা দিতেন তিনি। শামসুজ্জামান গুটি কয়েক সাংবাদিকদের নাম বলেছেন। তারা চাইলে শামসুজ্জামানের কিংবা ডিবির মুখোমুখি হতে পারে। প্রয়োজনে আমরাও তাদের সঙ্গে কথা বলব। সনদ বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে।
- বিষয় :
- ডিএমপি
- সনদ বাণিজ্য
- ডিবিপ্রধান
- দুদক
- সাংবাদিক