তাপপ্রবাহে মাধ্যমিক স্কুল খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৪ | ২২:৪৭
তাপপ্রবাহের মধ্যেই দেশের মাধ্যমিক স্কুলগুলোতে চলছে পাঠদান। তীব্র গরমে বিদ্যালয়ে যাওয়া-আসা ও পাঠ চলাকালে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এমনকি তীব্র গরমে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ ও অজ্ঞান হওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
গত মাসে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক দফায় বন্ধ রাখা হয়। সেই শিখন ঘাটতি পূরণে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলা রাখতে যেসব নির্দেশনা মানতে হবে, তার মধ্যে আছে– পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা; শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা; শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা; পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা; শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা; শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর হঠাৎ অসুস্থতায় জরুরি সেবাদানের উদ্দেশ্যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা; শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা; বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখেন, সে বিষয় নিশ্চিত করা।