একাদশ শ্রেণিতে ভর্তি: অনলাইন আবেদনের শুরুতেই বিড়ম্বনা
সার্ভার জটিলতায় ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ০২:৫৬ | আপডেট: ২৯ মে ২০২৪ | ০৩:০১
বগুড়া জিলা স্কুল থেকে এবার এসএসসি পাস করেছে নাইমুর রহমান। কলেজে পড়ার স্বপ্নে বিভোর এই শিক্ষার্থী গত রোববার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে গিয়ে বিপাকে পড়ে। ওই দিন সকালে শহরের সপ্তপদি মার্কেটে কম্পিউটার দোকানে গিয়ে জানতে পারে সার্ভার সমস্যার কারণে আবেদন নিচ্ছে না। সকাল, দুপুর ও বিকেলে তিনবার গিয়েও সার্ভারের জটিলতার কারণে তাকে ফিরে আসতে হয়েছে।
ভর্তির আবেদন করতে গিয়ে একই অবস্থার সম্মুখীন হয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করা নুরে জান্নাত। গত দু’দিন ধরে প্রতিদিন দু’বার করে কম্পিউটার দোকানে গিয়েও আবেদন করতে পারেনি। জান্নাতের মা ফাতেমা বেগম বলেন, মেয়েকে নিয়ে প্রতিদিন দু’বার করে কম্পিউটার দোকানে যাচ্ছি; কিন্তু কাজ হচ্ছে না।
অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন প্রক্রিয়া গত রোববার থেকে শুরু হয়েছে, যা চলবে ১১ জুন পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি ওয়েবসাইটও খুলেছে। তবে আবেদন করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে শিক্ষার্থীরা। সারাদিন চেষ্টা করেও নির্ধারিত ওয়েবসাইটে ঢুকতে পারেনি তারা। সোমবারও একই পরিস্থিতিতে পড়ে আবেদনকারীরা। শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই কম্পিউটার দোকানে ছোটাছুটি করছে। কিন্তু সার্ভার জটিলতার কারণে আবেদন করতে পারছে না। পরে তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ শুরু করে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, সার্ভার জটিলতার কারণে যথাসময়ে আবেদন শুরু হয়নি। আজ (মঙ্গলবার) থেকে সার্ভার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়। তবে এর জন্য দু’দিন আবেদনের সময় বাড়ানো হবে।
জানা গেছে, সার্ভারটি দেখভালের দায়িত্বে আছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। সেখানে কারিগরি জটিলতার কারণে রোববার সকাল থেকে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়নি। নির্ধারিত সময়ের দু’দিন পার হয়ে গেলেও সার্ভার ঠিক না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। বুয়েট সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদনের জন্য সার্ভার চালু হওয়ার পর কারিগরি কিছু সমস্যা তৈরি হয়।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সার্ভার জটিলতার কারণে যথাসময়ে আবেদন শুরু হয়নি। এ ছাড়া উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় আরও সমস্যায় পড়তে হয়। তবে এই সমস্যা দ্রুত কেটে যাবে। আজ (মঙ্গলবার) থেকে স্বাভাবিক থাকবে সার্ভার। নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তাছাড়া দু’দিন আবেদনের সময় বাড়ানো হবে।
অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করা যাবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। আবেদন ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে এর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি নিশ্চিত করার পর সে আরও দুই ধাপে মাইগ্রেশন করতে পারবে। পছন্দের কলেজে সিট ফাঁকা থাকা সাপেক্ষে তার মাইগ্রেশন হবে। ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা।
[প্রতিবেদনে তথ্য দিয়েছে বগুড়া ব্যুরো]
- বিষয় :
- একাদশ শ্রেণি
- ভর্তি প্রক্রিয়া