সেমিনারে ডা. বিমল ছাজেড়
অর্থনৈতিক কারণে বাইপাস সার্জারি ও রিংয়ের ব্যবহার বাড়ছে

ডা. বিমল ছাজেড়। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৪ | ০৭:৪১
অর্থনৈতিক কারণে বাইপাস সার্জারি ও রিংয়ের ব্যবহার বাড়ছে বলে মন্তব্য করেছেন হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. বিমল ছাজেড়। তিনি বলেন, ভারতে বছরে ৩৫ লাখ মানুষ মারা যায় হার্টের অসুখে। বাংলাদেশেও এ রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। মানুষ বড় বড় হাসপাতাল দেখেই মনে করেন অপারেশন করিয়ে ফেলি। অথচ এটা যে প্রকৃতির বিপক্ষে, তা তারা বুঝতে চায় না। বাইপাস করার পরও আবার সেই হার্টের সমস্যা ফিরে আসে। কেননা হার্টের কাটাছেঁড়া আমাদের শরীরের প্রকৃতিবিরোধী।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে সাওলের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডা. বিমল ছাজেড় এসব কথা বলেন।
সকাল ৯টায় সাওল হার্ট ও লাইফস্টাইলের এ সেমিনার শুরু হয়। সায়েন্স অ্যান্ড আর্ট অব লিভিং, যার সংক্ষিপ্ত নাম সাওল। বাংলায় বলা যায়, বিজ্ঞানসম্মতভাবে বাঁচার শিল্পিত কৌশল। এ পদ্ধতিতে বিনা রিং, বিনা অপারেশনে হার্ট ব্লকের চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তন, যোগব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের দ্বারা হৃদরোগীরা সুস্থ হতে পারবেন। আমেরিকার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ডিন অর্নিশ এ চিকিৎসাপদ্ধতির উদ্ভাবন করেন।
ডা. বিমল ছাজেড় বলেন, আগে দিল্লিতে ২টা হাসপাতাল ছিল, এখন ২৫টা। আগের চেয়ে এই ভবনগুলো আরও বড় হয়েছে। কিন্তু রোগী কমছে না। ইন্ডিয়ান চিকিৎসকদের দেখেছি তারা হার্ট অ্যাটাকের প্রকৃত কারণ না খুঁজে কেবল বাইপাস কিংবা রিং পরানোকেই সমাধান মনে করেন। কিন্তু এর ফলাফল হিসেবে আমরা রোগীর সংখ্যা কিংবা মৃত্যু কমতে দেখছি না। আমরা যদি যেসব কারণে হার্ট অ্যাটাক হচ্ছে, তার কারণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারি। তবেই হার্টের অসুখ থেকে মানুষের মুক্তি মিলবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘হৃদরোগ এখন ধনী-গরিব সবার হচ্ছে। স্বাস্থ্যসেবার অতি বাণিজ্যিকীকরণের ফলে অনেক রোগ সৃষ্টি হচ্ছে। ওষুধ বিক্রি করতে এক ধরনের চাপ থাকে। আমাদের স্বাস্থ্যব্যবস্থার মধ্যে অতি বাণিজ্যিকীকরণ ঢুকে পড়েছে। একে প্রতিহত করা দরকার।
সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ও দর্শকদের স্বাগত জানান। তিনি বলেন, ‘সাওল পদ্ধতি মানুষের সুস্থ থাকার পদ্ধতি খুঁজে দিতে চায়। সাওলকে একটা আন্দোলনে পরিণত করতে চাই। আমরা দেশের একটা মানুষকেও হার্ট অ্যাটাকে মারা যেতে দিতে চাই না।’
- বিষয় :
- হৃদরোগ
- হৃদরোগ বিশেষজ্ঞ
- হৃদরোগে আক্রান্ত