মালয়েশিয়া যেতে না পারাদের অভিযোগ দিতে বলল মন্ত্রণালয়

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ২০:০৬
মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের তদন্ত কমিটির কাছে অভিযোগ জানাতে বলেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। কীভাবে অভিযোগ করতে হবে, তা মঙ্গলবার গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অভিযোগকারীর নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটির স্মার্টকার্ডের কপি এবং অভিযোগের পক্ষে প্রমাণসহ বিস্তারিত তথ্য [email protected] এ ই-মেইলে পাঠাতে হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয় ৩১ মে। সরকারি ছাড়পত্র পাওয়ার পরও প্রায় ১৭ হাজার কর্মী যেতে পারেননি। তাদের প্রায় সবাই রিক্রুটিং এজেন্সিকে সাড়ে চার থেকে ছয় লাখ টাকা দিয়েছেন। যদিও সরকার নির্ধারিত ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা।
মন্ত্রণালয় জানিয়েছে, যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দিতে হবে এজেন্সিকে। মালয়েশিয়ায় কর্মীদের যেতে না পারার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আবেদন প্রত্যাখ্যান মালয়েশিয়ার
১৭ হাজার বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের বরাত দিয়ে নিউ স্ট্রেইটস টাইমস এ খবর জানায়। তিনি বলেছেন, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন– সময় বাড়ানো হবে কিনা? উত্তর হবে– না। আমরা অনেক আগেই ৩১ মে সময়সীমা ঘোষণা করেছি।
নতুন কোটা অনুমোদনের ব্যাপারে তিনি বলেন, ম্যানুফ্যাকচার, সার্ভিস এবং কন্সট্রাকশন খাতের জন্য আমরা বিদেশি কর্মীর চাহিদা পূরণ করেছি।