মালয়েশিয়া যেতে না পারা ৩ হাজার কর্মীর অভিযোগ মন্ত্রণালয়ে
তদন্ত কমিটি সময় পাচ্ছে ৫ দিন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী- সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৪ | ১৯:৩৯ | আপডেট: ১১ জুন ২০২৪ | ১৯:৪৮
মালয়েশিয়া যেতে না পারা তিন হাজার কর্মী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাছে অভিযোগ জানিয়েছে। কমিটির আবেদনে তদন্তের জন্য ৫ কর্মদিবস সময় বৃদ্ধি করা হয়েছে। ঈদুল আজহার পর প্রতিবেদনটি জমা দেবে কমিটি।
মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি আরও জানান, তার সাম্প্রতিক সফরে ওমান সরকার ৯৬ হাজার বাংলাদেশি কর্মীকে বৈধতা দিয়েছে।
গত ৩১ মে বন্ধ হয় বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের ছাড়পত্র পেয়েও ১৭ হাজার বাংলাদেশি কর্মী যেতে পারেননি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো জন্য গড়ে ওঠা জনশক্তি ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
কারা দায়ী- তা খুঁজতে গত ২ জুন তদন্ত কমিটি গঠন করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল। প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, মালয়েশিয়া থেকে খোঁজ নেওয়া হচ্ছে। কর্মী পাঠানো ১০১ রিক্রুটিং এজেন্সির এবং জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন থেকে প্রতিবেদন নেওয়া হচ্ছে। এতে একটু সময় লাগছে। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবস সময় দিয়েছি। সঠিক স্বচ্ছ পক্ষপাত মুক্ত প্রতিবেদন চায় মন্ত্রণালয়। যাতে মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যা আর না হয়।
এদিকে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ৮ জুনের মধ্যে অভিযোগ জানাতে বলেছিল মন্ত্রণালয়। শফিকুর রহমান বলেছেন, এখনও অভিযোগ আসছে। তা গ্রহণ করা হচ্ছে। তদন্ত চলাকালে যত অভিযোগ আসবে, তা আমলে নেওয়া হবে। দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী জানান, যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের ব্যবস্থা করা অগ্রাধিকার পাচ্ছে। তিনি বলেছেন, কর্মীরা যেনো সর্বোচ্চ ক্ষতিপূরণ পায়, এ চেষ্টা থাকবে। যেসব এজেন্সির পাঠানো কর্মী মালয়েশিয়ায় গিয়ে চাকরি পায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করা করে হবে। কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে গত ৩১ অক্টোবর বন্ধ হয় ওমানের শ্রমবাজার। সম্প্রতি দেশটি সফর করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, অবৈধ হয়ে পড়া ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়া এবং বাংলাদেশ থেকে ১২টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে ওমান। দেশটিতে জরিমানা দিয়ে বৈধ হতে হয়। তা মওকুফের অনুরোধ করা হয়েছে ওমানকে। দেশটি দক্ষ কর্মী চায়। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষদের জন্যও শ্রমবাজার খুলবে।
আরব আমিরাত সফরের বিষয়ে শফিকুর রহমান বলেছেন, দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। ৪০০ কর্মী দেশটিতে পৌঁছে গেছেন।