ইনসেপ্টা-চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ‘বিশ্ব শ্বেতী রোগ’ দিবস পালন

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৪ | ১৪:৪৭
ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ‘ইউনাইটেড বাই দ্য স্কিন’ স্লোগানে পালিত হলো ‘বিশ্ব শ্বেতী রোগ’ দিবস ২০২৪। এ উপলক্ষে ২৬ জুন চ্যানেল আই অডিটোরিয়ামে ‘শ্বেতী রোগ এবং এর প্রচলিত কুসংস্কার ও প্রতিকার’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে দেশের স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন ব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, এনাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা তুজ জোহরা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আকরাম হোসেন ও ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ডিজিএম (মার্কেটিং) মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর জিয়াউল করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্বেতী রোগ কোনো সংক্রামক ব্যাধি নয়। এই রোগ নিরাময়ে দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা। দ্রুত এই রোগ নির্ণয় করতে পারলে এ রোগের প্রতিকার করা সম্ভব।
গোলটেবিলে উপস্থিত চর্মরোগ বিশেষজ্ঞরা দেশের অন্যতম শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিটিক্যালকে ইউএস এফডিএ অনুমোদিত শ্বেতী রোগের সর্বাধুনিক ঔষধ ‘ভিটিগো’ বাংলাদেশের বাজারে নিয়ে আসার জন্য সাধুবাদ জানান।
এর আগে সকালে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালসের করপোরেট অফিসে সমাবেশ ও বেলুন উড়িয়ে বিশ্ব শ্বেতী রোগ দিবস ২০২৪ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি