ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাজেট-পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

বাজেট-পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

বাজেট-পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

বাসস

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৫:১৫

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেট-পরবর্তী নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আবুল হাসান মাহমুদ আলী। এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তাদের নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। 

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ কোটি ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বৈশ্বিক অস্থিরতা ও প্রতিকূলতার মধ্যেই আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৭৫ শতাংশ। আর মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া বাজেট কিছু ছোটখাটো পরিবর্তনের পর রোববার কণ্ঠভোটে পাস হয়। এর আগে গত ৬ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করেন।


 

আরও পড়ুন

×