ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
লিয়াং চ্যানের উপস্থিতিতে হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ক কর্মশালা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৯:৫৮ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ০৯:৫৯
প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাও-লিয়াং চ্যানের উপস্থিতিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগ চিকিৎসার আধুনিক প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অধ্যাপক চ্যান তার গবেষণালদ্ধ বিভিন্ন প্রযুক্তির উপর বক্তব্য তুলে ধরেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এ প্রশিক্ষণে বাংলাদেশের উদীয়মান হৃদরোগ বিশেষজ্ঞরা উপকৃত হবেন এবং হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।
সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। জটিল এনজিওপ্লাস্টির কেস প্রেজেন্ট করেন দেশের তরুণ বিশেষজ্ঞরা। কর্মশালা উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।
অধ্যাপক চ্যান চীনের নানজিং ফাস্ট হাসপাতালের কার্ডিওলজি ও ক্যাথল্যাবের পরিচালক। তিনি হৃদরোগ চিকিৎসার বিভিন্ন আধুনিক কৌশলের পথপ্রদর্শক। হৃদপিণ্ডের রক্তনালীর জটিল অসুখের চিকিৎসার জন্য ডি কে ক্রাশ ( DK CRUSH) পদ্ধতির উদ্ভাবক তিনি।
কর্মশালায় সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আন্তর্জাতিক বায়োমেডিক্যাল সংস্থা মাইক্রোপর্ট এর ফায়ারহক লিবার্টি স্টেন্টের উদ্বোধন করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি অলাভজনক, সেবামূলক, সরকারি সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) আব্দুল মালিক এই ফাউন্ডেশন গঠন করেন। ৪৬ বছর ধরে বাংলাদেশে হৃদরোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, গবেষণা ও চিকিৎসায় এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
- বিষয় :
- হৃদরোগ