জুনে নির্যাতনের শিকার ২৯৭ নারী-কন্যাশিশু

ছবি: প্রতীকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ০৩:৪৫
চলতি বছরের জুন মাসে ১৪৮ কন্যাশিশু এবং ১৪৯ জন নারীসহ মোট ২৯৭ জন নির্যাতনের শিকার হয়েছেন। সোমবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুন মাসে মোট ২৯৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৯ কন্যাসহ ৬৭ জন। তাদের মধ্যে ১১ জন কন্যাসহ ১৯ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ৪ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৯ জন কন্যাশিশুসহ ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
এতে আরও বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩২ জন কন্যাশিশুসহ ৪৮ জন। উত্ত্যক্তকরণের শিকার একজন কন্যা। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৩ জন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। নারী ও কন্যাশিশু পাচারের ঘটনা ঘটেছে ৩টি। একজন অগ্নিদগ্ধের শিকার হয়েছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১০ জন। এদের মধ্যে একজন কন্যাসহ ৪ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৮ জন, এদের মধ্যে একজন কন্যাশিশু। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৫টি। দুইজন কন্যাসহ ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একজন কন্যাশিশুকে হত্যা ও একজন কন্যার আত্মহত্যার ঘটনা ঘটেছে। চারজন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৯ জন কন্যাসহ ২১ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।
এছাড়াও নানান কারণে ৩ জন কন্যাশিশুর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ৮ জন কন্যাশিশুসহ ৯ জন অপহরণের শিকার হয়েছে। এছাড়াও ৪ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। তিনজন কন্যাশিশু সাইবার ক্রাইমের শিকার হয়েছে। বাল্যবিয়ে ৩টি এবং বাল্যবিয়ের চেষ্টা হয়েছে ৪টি। এছাড়া ৮ জন কন্যাশিশুসহ ১৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
- বিষয় :
- নির্যাতন
- নারী ও শিশু
- প্রতিবেদন