ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইনের দুর্বলতার সুযোগ নিচ্ছে সিগারেট কোম্পানি

আইনের দুর্বলতার সুযোগ নিচ্ছে সিগারেট কোম্পানি

তামাক কোম্পানির হস্তক্ষেপ: অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলন।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ২০:৩৫

বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতার সুযোগ নিচ্ছে কোম্পানিগুলো। তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিবিধান বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নতুন নতুন মাধ্যম ব্যবহার করে দীর্ঘমেয়াদী তরুণ ভোক্তা সৃষ্টি করছে। ৪ সাংবাদিকের প্রতিবেদনে সিগারেট কোম্পানির আইন লঙ্ঘন ও নীতিতে হস্তক্ষেপের এমন তথ্য উঠে এসেছে। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, নাটাব, ডাব্লিউবিবি ট্রাস্ট-এর উদ্যোগে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহায়তায় ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ: অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা প্রতিবেদনগুলো উপস্থাপন করেন।

দৈনিক সমকালের মেহেদী হাসানের প্রতিবেদনে দেখা গেছে, ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়া কনটেন্টে অবাধে ধুমপান দেখানো হচ্ছে ও ধুমপাানে উৎসাহিত করে এমন ডায়ালগ ও অঙ্গভঙ্গি দেখানো হচ্ছে। তিনি ওটিটি’কে গুরুত্বের সঙ্গে সেন্সরিং, মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনার আহবান জানান।

দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার সেবিকা দেবনাথের প্রতিবেদন ও উপস্থাপনায় কৌশলে গণমাধ্যমকে তামাক কোম্পানি কীভাবে ক্যাম্পেইন, গোলটেবিল ও গবেষণা প্রতিবেদন প্রচার করে আর্থিক সুবিধা দেয় তা উঠে এসেছে। ঢাকা পোস্টের বিনয় দত্ত তার প্রতিবেদন নিয়ে জানান, সরকারের নীতি অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবাধে সিগারেট বিক্রি হচ্ছে। যার মূল ভোক্তা শিক্ষার্থী। এতে তরুণ ভোক্তা তৈরি হচ্ছে। দৈনিক কালবেলার রিপোর্টার দেলাওয়ার তার প্রতিবেদনে তামাক কোম্পানি উচ্চ বেতনে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কীভাবে প্রলুব্ধ করছে তা তুলে ধরেছেন। তারা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন, বাস্তবায়ন ও কোম্পানির কার্যক্রম মনিটরিংয়ের দাবী জানান।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। আলোচক হিসেবে বাটার ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ নাসির উদ্দীন শেখ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×