প্রধানমন্ত্রীর চীন সফর
বিদ্যুৎ-জ্বালানির ৭ প্রকল্প নিয়ে হতে পারে চুক্তি

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৪:২৯ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১৫:২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বিদ্যুৎ-জ্বালানির ৭ প্রকল্প নিয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জিটুজি পর্যায়ে এসব প্রকল্পে বিনিয়োগের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে৷ প্রধানমন্ত্রীর সফরে চীন রাজি হলে সমঝোতা চুক্তি হতে পারে৷ এসব প্রকল্পে খরচ হতে পারে এক বিলিয়ন ডলার৷
প্রস্তাবগুলোর মধ্যে মহেশখালী থেকে একটি এলএনজি পাইপ লাইন এবং বিদ্যুৎ বিভাগের সঞ্চালন বিতরণ সংক্রান্ত ৬টি প্রকল্প রয়েছে৷
- বিষয় :
- প্রতিমন্ত্রী
- নসরুল হামিদ