ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইজিপি বললেন

মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদান রয়েছে

মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদান রয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ২০:৪৯ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ২১:২৪

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মুক্তিযুদ্ধে যারা বিরল অবদান রেখেছেন, তাদের সম্মানিত করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান রয়েছে। শুধু মুক্তিযুদ্ধেই নয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণেও পুলিশের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। 

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে ‘সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি’ উদ্বোধন ও ‘মুক্তিযুদ্ধে পুলিশ: বাংলাদেশ পুলিশ একাডেমি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি মনিরুল ইসলামসহ প্রমুখ। 

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে পাক হানাদার বাহিনীর বিপক্ষে যারা বিরল অবদান রেখেছেন, আগামীতে তাঁদের সম্মানিত করার পরিকল্পনা আছে। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান বলেন, একটি জাতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আর্ট গ্যালারির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র 'থ্রি নট থ্রি' রাইফেল দিয়ে বাঙালি পুলিশ সদস্যরা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তান বাহিনীকে রুখে দিয়েছিলেন। মর্টার, ট্যাংক ও সাঁজোয়া যানে সজ্জিত পাকিস্তানি বাহিনী ভাবতে পারেনি এভাবে তাদের মোকাবিলা করা হবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বিশ্বে বিভিন্ন ভাষা আছে। আর্টেরও একটি বৈশ্বিক ভাষা আছে। এটি একটি চিরায়ত ও সার্বজনীন মাধ্যম। সমাজ ও সংস্কৃতি বাঁচাতেও পুলিশের ভূমিকা আছে। 

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারিতে ৬১টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনের পরে অতিথিরা গ্যালারির বিভিন্ন অংশ ও চিত্রকর্ম ঘুরে দেখেন। অনুষ্ঠানে চিত্রকর্ম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

×