ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুজনের বিশ্লেষণ

কোটির বেশি টাকার সম্পদ ২২৭ উপজেলা চেয়ারম্যানের

কোটির বেশি টাকার সম্পদ ২২৭ উপজেলা চেয়ারম্যানের

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ০৪:৫৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী ৪৭০ জন চেয়ারম্যানের মধ্যে ২২৭ জন কোটির বেশি টাকার সম্পদের মালিক, যা শতকরা হিসাবে ৪৮.৩০ শতাংশ। এছাড়া তাদের মধ্যে ৩৬০ জন বা ৭৬.৬০ শতাংশ ব্যবসায়ী। উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ‘উপজেলা নির্বাচনের পাঁচ ধাপে ৪৭০ জন জয়ী হন। তাদের মধ্যে ১৫ জনের (৩.১৫ শতাংশ) সম্পদ ৫ লাখ টাকার কম। ৯৭ জনের সম্পদ (২০.৬৪ শতাংশ) ৫ লাখ ১ টাকা থেকে ২৫ লাখ টাকা, ৫৮ জনের (১২.৩৪ শতাংশ) ২৫ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকা, ৭২ জনের (১৫.৩২ শতাংশ) ৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকা, ১৫৮ জনের (৩৩.৬২ শতাংশ) ১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকা এবং ৬৯ জনের (১৪.৬৮ শতাংশ) ৫ কোটি টাকার অধিক। অর্থাৎ,১ কোটিটাকার বেশি সম্পদের মালিক ২২৭ জন (৪৮.৩০ শতাংশ) চেয়ারম্যান। নির্বাচিত একজন চেয়ারম্যান (০.২১ শতাংশ) হলফনামায় তাঁর সম্পদের ঘর পূরণ করেননি।

বিজয়ী প্রার্থীদের পেশা-সংক্রান্ত তথ্য তুলে ধরে এতে বলা হয়, পাঁচটি ধাপে অনুষ্ঠিত ভোটে নির্বাচিত ৪৭০ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে ৩৬০ জন (৭৬.৬০ শতাংশ) ব্যবসায়ী, ৪৮ জন (১০.২১ শতাংশ) কৃষিজীবী, সাতজন (১.৪৯ শতাংশ) চাকরিজীবী এবং ১৯ জন (৪.০৪ শতাংশ) আইনজীবী। এছাড়া একজন (০.২১ শতাংশ) গৃহিণী এবং ২৮ জন (৫.৯৬ শতাংশ) অন্যান্য পেশায় জড়িত। সাতজন (১.৪৯ শতাংশ) হলফনামায় পেশার ঘর পূরণ করেননি। অন্য পেশাজীবীদের মধ্যে ১৫ জন (৩.১৯ শতাংশ) রয়েছেন শিক্ষক।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের মধ্যে ব্যবসায়ীর প্রকৃত সংখ্যা আরও বেশি। কেউ ব্যবসায়ী হতে পারেন, তাতে সমস্যা নেই। তবে এখানে টাকার খেলা থাকলে সমস্যা।’ ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘যা দেখানো হয়েছে তা নিয়ে সন্দেহ আছে। এই হার ৫০ শতাংশ পার হয়নি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও সুজনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন প্রমুখ।
 

আরও পড়ুন

×