ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আজ থেকে আবারও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

আজ থেকে আবারও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৩:০৮

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে দেশের ৩৫টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা এখনও কাটেনি। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও গতকালও অব্যাহত ছিল কর্মবিরতি। তবে আজ রোববার থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন।

গত ১ জুলাই থেকে সর্বজনীন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের এই আন্দোলনে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরাও। 

বুয়েট শিক্ষকদের কর্মবিরতিতে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও আজ (গতকাল) খোলা রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের ধারাবাহিকতায় বুয়েট শিক্ষকরা আজ কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন। আমি বুয়েটের কর্মসূচিতে অংশ নিয়েছি। এভাবে যে ক্যাম্পাসে যেদিন ছুটি থাকবে, সে ক্যাম্পাসে সেদিন আন্দোলনও স্থগিত থাকবে।’

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গত বৃহস্পতিবারের নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত হয়নি। বৈঠকটি স্থগিত করার কারণ হিসেবে মন্ত্রীর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলা হয়েছে। কবে নাগাদ এই বৈঠক হতে পারে, সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতারা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের অপেক্ষায় থাকার কথা বলছেন। তাঁরা আশা করছেন, শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হবে। আলোচনা করেই একটা সমাধানে যেতে চান তাঁরা।

অধ্যাপক নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘সরকারের ভেতরে কিছু স্বার্থান্বেষী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অপমান করতে পেনশনের প্রত্যয় কর্মসূচি হাজির করেছে। বর্তমান সরকারের পক্ষেই আমরা সব সময় কথা বলেছি। আমরা বিশ্বাস করি, সরকার আলোচনার মাধ্যমে প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলে আমাদের দাবি মেনে নেবে।’

আরও পড়ুন

×