রাজধানীর আরও ৭ স্থানে শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা

চানখারপুলে অবস্থান নিচ্ছেন ঢাবির অমর একুশে হলের শিক্ষার্থীরা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৫:৫৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৪ | ১৬:৩৬
শাহবাগ ছাড়াও রাজধানীর আরও ৭টি স্থানে শিক্ষার্থীরা অবরোধ করবেন বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবস্থান নেবেন।
এছাড়া ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজ নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবস্থান নেবেন।
ঢাবি শিক্ষার্থীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নেবেন।
এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তা অবরোধ করবেন বলে জানা গেছে।