ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজধানীর আরও ৭ স্থানে শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা

রাজধানীর আরও ৭ স্থানে শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা

চানখারপুলে অবস্থান নিচ্ছেন ঢাবির অমর একুশে হলের শিক্ষার্থীরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৫:৫৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৪ | ১৬:৩৬

শাহবাগ ছাড়াও রাজধানীর আরও ৭টি স্থানে শিক্ষার্থীরা অবরোধ করবেন বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম। 

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবস্থান নেবেন। 

এছাড়া ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজ নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবস্থান নেবেন। 

ঢাবি শিক্ষার্থীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নেবেন। 

এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তা অবরোধ করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×