ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এনটিআরসিএ চেয়ারম্যান বললেন

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নফাঁসে তাৎক্ষণিক ব্যবস্থা

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নফাঁসে তাৎক্ষণিক ব্যবস্থা

সংবাদ সম্মেলনে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমসহ (মাঝে) অতিথিরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ২১:২৯

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই বলে দাবি করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। তিনি বলেন, প্রশ্নফাঁসের খবর আমাদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার এনটিআরসিএতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুল্লাহিল আজম। তিনি বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র কয়েকটি ধাপে অধ্যাপক বা সহযোগী অধ্যাপকরা করেন। মডারেটর গ্রুপ প্রশ্নপত্র সিলগালা করে। এরপর আরেকটি মডারেশন গ্রুপ এসে চূড়ান্তভাবে সিলগালা করে বিজি প্রেসে নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে ছাপানো হয়। প্রশ্নফাঁস নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এনটিআরসিএ চেয়ারম্যাস।

শুক্র ও শনিবার হবে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা। সংবাদ সম্মেলনে বলা হয়, ইস্যু তারিখ থেকে তিন বছর পর্যন্ত বহাল থাকবে নিবন্ধন সনদের মেয়াদ। নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সংবাদ সম্মেলনে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান, যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকী, পরিচালক কামরুল আহছান, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×