ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের আদেশ বহাল

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৮:৩৬
বয়সের নিয়ম না মানার অভিযোগে চলতি বছর রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন। ফলে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল।
আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ভিকারুননিসার পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম। পরে তিনি বলেন, লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় অনুসারে ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তিতে এখন স্কুল কর্তৃপক্ষের আইনগত কোনো বাধা নেই।
এর আগে ২৭ জুন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পরে ৭ জুলাই তাদের ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।
২০২৪ সালে ভিকারুননিসা নুন স্কুলের বিভিন্ন শাখায় প্রথম শ্রেণিতে এই ১৬৯ শিক্ষার্থীর ভর্তিতে অনিয়মের অভিযোগ তুলে দুই জন অভিভাবক স্কুল কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করেন।
এরপর ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। শুনানি শেষে ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। তার ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি স্মারক হাইকোর্টে উপস্থাপন করে।